১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:৩৮:২৩ অপরাহ্ন
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বাঘায় নির্মিত আনসার-ভিডিপি কার্যালয় ভবন উদ্বোধন করবেন
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২২
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বাঘায় নির্মিত আনসার-ভিডিপি কার্যালয় ভবন উদ্বোধন করবেন

রাজশাহীর বাঘায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আগামীকাল বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে বাঘা উপজেলায় নব নির্মিত আনসার-ভিডিপি কার্যালয় ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর আনসার ব্যাটালিয়ন (৪) এর পরিচালক ও জেলা কমান্ডেন্ট (অতিঃ দায়িত্ব) কামাল হোসেন।

উপজেলা আনসার-ভিডিপি অফিসার মিলন কুমার দাস জানান, ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার (২০-১২-২২) ভবন এলাকার সভাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের আনসার-ভিডিপি’র উপ মহাপরিচালক কামরুন নাহার।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি আতাউর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থায়নে চলতি বছরের ১৮ মে ২২ বাঘা উপজেলা পরিষদ চত্বরে ১২০০ বর্গফুট, উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের দ্বিতল ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, রাজশাহী বিভাগের আনসার-ভিডিপি’র উপ মহাপরিচালক কামরুন নাহার।

দেশ নির্মাতা ঠিকাদারি প্রতিষ্ঠান ৮০ (আশি) লক্ষ ৭০ হাজার ১৬৫ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মাণ কাজ শেষ করেছেন।

শেয়ার করুন