২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৫:১০:২৫ অপরাহ্ন
চীনা ঋণের টাকা পেল পাকিস্তান
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৩
চীনা ঋণের টাকা পেল পাকিস্তান

গত সপ্তাহে চীন ও পাকিস্তান একটি ঋণ চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী বেইজিংয়ের কাছ থেকে ৭০ কোটি ডলার পেয়েছে ইসলামাবাদ। ইতোমধ্যে ঋণের টাকা পাকিস্তানে চলে এসেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চীনের পক্ষ থেকে অনুমোদন করা ৭০ কোটি ডলারের ঋণের অর্থ পৌঁছে গেছে। এর ফলে পাকিস্তানের বিপর্যস্ত অর্থনীতিতে সাময়িক হলেও প্রাণ ফিরবে বলে মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, বেইজিং এমন সময় এই ঋণ দিল যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সাড়ে ৬০০ কোটি ডলারের ঋণ কর্মসূচি পুনরায় শুরু করতে যাচ্ছে। অল্পদিনের মধ্যে আইএমএফের ঋণও পাবে পাকিস্তান।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার তার টুইটার হ্যান্ডেলে বলেছেন, ‘আজ (শুক্রবার) চায়না ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ৭০০ মিলিয়ন ডলারের তহবিল স্টেট ব্যাংক অব পাকিস্তানে পৌঁছেছে।’

এর আগে গত বুধবার পাক অর্থমন্ত্রী বলেছিলেন, চীনের রাষ্ট্রীয় ব্যাংক ৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করার পাশাপাশি যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। দুই-একদিনের মধ্যেই অর্থ পাওয়া যাবে।

শেয়ার করুন