সূর্য থেকে প্লুটোর দূরত্বও ঘুচিয়েছে বিশ্ব।
দূরত্ব সবসময় মাইল, কিলোমিটারে হয় না।
লক্ষ-কোটি মাইল দূরের গ্রহ, নক্ষত্র, ধুমকেতু, আকাশগংগা সব আজ তোমার জানা।
কয়েক সেকেন্ডেই বলে দিতে পারো
সৌরজগতের আটটি গ্রহের বিশদ বর্ণনা
সূর্য-পৃথিবীর দূরত্ব,
বৃহস্পতির ভর ইত্যাদি ইত্যাদি।