১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩৭:০১ পূর্বাহ্ন
ডেঙ্গুতে একদিনে আক্রান্তের রেকর্ড, মৃত্যু ১
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২৩
ডেঙ্গুতে একদিনে আক্রান্তের রেকর্ড, মৃত্যু ১

গত রোববার পিঠের পুরোনো ব্যথা নিয়ে অনুশীলন করেছিলেন তামিম ইকবাল। গতকাল বৃষ্টির কারণে বাংলাদেশ দল অনুশীলন না করায় একটা দিন বিশ্রাম পেয়েছেন। তবে আজ সকালে নেটে ২০ থেকে ২৫ মিনিট ব্যাটিং করেছেন এবং সেটা একটু সতর্কতার সঙ্গেই। সামনের পায়েই বেশি খেলছিলেন, ব্যাকফুটে যাচ্ছিলেন না বললেই চলে। এরপর ফিল্ডিং অনুশীলনও করার কথা তামিমের।


কাল মিরপুরে শুরু আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের একাদশে তামিম থাকবেন কি না, সেটি নির্ভর করছে আজ অনুশীলনের পর তিনি কেমন অনুভব করেন, তার ওপর। মিরপুরে আজ সকালে টেস্ট–পূর্ব সংবাদ সম্মেলনে সেটাই জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।


শেরেবাংলা স্টেডিয়ামের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আজ সে অনুশীলন করবে এবং দেখবে কেমন অনুভব করে। আগের দিন অনুশীলনের সময় সে কিছুটা অস্বস্তি বোধ করেছিল। আজও অনুশীলন করবে। অনুশীলন শেষে আমরা তার অবস্থা দেখব।’


চোট থেকে ফেরা পেসার তাসকিন আহমেদকে দলের সঙ্গে রাখা হয়েছে মূলত অনুশীলনের জন্য। যদিও প্রধান কোচ বলেছেন, তাসকিন খেলার জন্য প্রস্তুত, ‘তাসকিন এখন পর্যন্ত দারুণ অনুশীলন করেছে। আমি মনে করি শারীরিকভাবে সে সেরা অবস্থায় আছে। আমরা যদি সিদ্ধান্ত নেই সে খেলবে, তাহলে সে খেলার জন্য প্রস্তুত আছে। খেলা থেকে কোনো কিছুই তাকে থামিয়ে রাখছে না। এখন তার কোনো চোট নেই।’

তাসকিনের চোটের চেয়ে কোচের দুশ্চিন্তাটা বেশি তাঁর বোলিং ওয়ার্কলোড নিয়ে। তাসকিন সবশেষ ম্যাচ খেলেছেন গত ৩১ মার্চ, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। আর সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে। 

এটা মাথায় রেখেই তাসকিনের খেলা নিয়েও নিশ্চিত কিছু বললেন না হাথুরুসিংহে, ‘বোলিং ওয়ার্কলোডটাই দুশ্চিন্তার কারণ। তাকেও আমরা আজকের অনুশীলন শেষে দেখব। এরপর সিদ্ধান্ত নেব।’জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়টি দেখভাল করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো বক্তব্য নেই বলে মন্তব্য করেছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির সচিব মো. জাহাংগীর আলম। আজ মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। 

সচিব বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের কিছু দায়িত্ব আছে। যার ভেতরে জাতীয় পরিচয়পত্র প্রদান ছিল না। আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে বলা আছে রাষ্ট্র কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। তারই ধারাবাহিকতায় ২০০৮ সালে যখন ছবি সমৃদ্ধ ভোটার তালিকা হয়েছে, তার উপজাত হিসেবে প্রায় আট কোটি তিন লাখ ভোটারের তথ্য সমৃদ্ধ ভোটার তালিকা থেকে আইন করে এনআইডি দেওয়া শুরু হয়। নির্বাচন কমিশনকে তার দায়িত্ব দেওয়া হয়। 

জাহাংগীর আলম বলেন, আইন করে নির্বাচন কমিশনকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। রাষ্ট্র আবার সেই আইন সংশোধন করে অন্য কাউকে দায়িত্ব দিচ্ছে। এতে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নেই। রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যতক্ষণ ছিল, ততক্ষণ নির্বাচন কমিশন পালন করবে। রাষ্ট্র যখন এই দায়িত্বটা অন্য কাউকে সম্পাদন করতে বলবে, তখন অন্যরা সম্পাদন করবে। এখানে নির্বাচন কমিশনের পক্ষে বা বিপক্ষে কিছু নেই। 

নির্বাচন কমিশন সরকারি সিদ্ধান্ত অবশ্যই মেনে চলছে এবং চলবে বলে তিনি জানান। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনটি কমিশন সচিবালয় এখনো দেখেনি। মন্ত্রিপরিষদ সভায় গতকালকে (সোমবার) এনআইডির যে আইন ছিল এটাকে সংশোধন করে জাতীয় পরিচয়পত্র আইন-২০২৩ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এটা পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জাতীয় সংসদে যাবে। জাতীয় সংসদের একটি বিল উত্থাপিত হবে। বিল আকারে উত্থাপন হওয়ার পর সেটি সংসদীয় কমিটিতে চলে যাবে। সংসদীয় কমিটি রিপোর্ট দেবে। রিপোর্ট দেওয়ার পর পুনরায় সংসদে উঠবে। সংসদে ওঠার পর আইন আকারে পাশ হবে। তারপর বলা যাবে আসলে কী হয়েছে। 


সচিব বলেন, এখন দুই ধরনের আইন হয়। একটাতে বলা থাকে অনতিবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হওয়ার পর গেজেট প্রজ্ঞাপন থেকেই কার্যকর হয়। কিছু কিছু আইন থাকে যেখানে বলা হয়, এই আইন গেজেট প্রজ্ঞাপনে তারিখ থেকে বলবৎ হবে। সে ক্ষেত্রে কী আছে আইনে সেটা যেহেতু জানা নেই, আইনটি কীভাবে বাস্তবায়ন হবে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বলতে পারবে।


শেয়ার করুন