১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৪০:৫০ অপরাহ্ন
বিপিএলে ফিরবেন সাকিব-তামিম, কবে দেখা হবে দু’জনের
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৩
বিপিএলে ফিরবেন সাকিব-তামিম, কবে দেখা হবে দু’জনের

আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৯ জানুয়ারি শুরু হবে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।


বিপিএলের মধ্য দিয়েই পেশাদার ক্রিকেটে ফিরবেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও তারকা ওপেনার তামিম ইকবাল। 

 

গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে রাখা হয়নি তামিম ইকবালকে। বিশ্বকাপে সুযোগ না পেয়ে হাতাশা প্রকাশ করেন তিনি। বিশ্বকাপ শেষ হওয়ার পর গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে দেশ সেরা ওপেনার জানান, ‘আমি হয়তো বা বিপিএল থেকেই খেলাটা শুরু করবো।’


বিশ্বকাপে আঙ্গুলে পাওয়া চোটের কারণে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি সাকিব। বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে। স্বাগতিক দলের বিপক্ষে এ মাসেই তিন ম্যাচের ওয়ানডের পর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ দুটিতেও খেলা হচ্ছে না সাকিবের। তিনি এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। 


গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সাকিব বলেন, ‘চোটের কারণে যতটুকু সময় লাগার কথা তার চেয়ে বেশি লাগছে, ছয় সপ্তাহের মতো লাগবে। আশা করছি বিপিএল থেকেই খেলাটা আবার শুরু করতে পারব।’ 


বিপিএলের আসন্ন নবম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আর ফরচুন বরিশালের হয়ে খেলার কথা রয়েছে তামিম ইকবালের। ২০ জানুয়ারি দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলায় মুখোমুখি হবে সাকিব-তামিমের দল। এরপর দ্বিতীয় দফায় ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামে মুখোমুখি হবে রংপুর-বরিশাল। 


শেয়ার করুন