১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৪৪:৫২ অপরাহ্ন
রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত ২৬
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২৪
রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত ২৬

ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক ও খেরসনে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। 


শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।


প্রতিবেদনে বলা হয়েছে, রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক এবং খেরসন অঞ্চলের কিছু অংশে ইউক্রেনের হামলায় শুক্রবার ২৬ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো।


মূলত এসব অঞ্চলের কোনওটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ না করা সত্ত্বেও এগুলোকে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি করে রাশিয়া।


খেরসনের রাশিয়ান নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, দক্ষিণ খেরসন অঞ্চলের সাদোভ গ্রামের একটি দোকান ধ্বংস হয়ে গেছে। সেখানে ‘বিপুল সংখ্যক দর্শনার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন।’


শেয়ার করুন