২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১০:৩৮:৪৪ অপরাহ্ন
সৃজিতের জীবনে নতুন নারী!
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৫
সৃজিতের জীবনে নতুন নারী!

টালিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই—চলচ্চিত্রের পর্দার বাইরেও তার ব্যক্তিগত জীবন ঘিরে চলছে নানা গুঞ্জন। স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার শেষ নেই।


এক সময় খবর রটে, সৃজিত-মিথিলার বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। যদিও সে বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি, বরং গুজব বলে উড়িয়ে দেন।


সম্প্রতি এক ফিল্মি পার্টিতে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। তারপর থেকেই শুরু হয় নতুন গুঞ্জন—তবে কি সৃজিতের জীবনে আবার বসন্ত?


ভারতের আনন্দবাজার ডট কমকে সৃজিত স্পষ্ট ভাষায় বলেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমাদের দুজনেরই সাপ খুব পছন্দ। একটা পেট শপে কাজও করেছে ও আগে।’


তবে কি নতুন কোনো ছবিতে আলেকজান্দ্রাকে ভাবছেন সৃজিত? উত্তরে তিনি বলেন, ‘অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে। তবে ওর জন্য নির্দিষ্ট করে কোনো চরিত্র এখনো ভাবিনি।’


পরিচালকের গেল জন্মদিন গেল বছরের ২৩ সেপ্টেম্বরও শুভেচ্ছা জানাতে দেখা যায়নি মিথিলাকে। তখনও চাউর হয় তাদের সম্পর্ক অবনতির খবর। পাশাপাশাই মিথিলার দীর্ঘদিন কলকাতার বাইরে থাকাও জ্বালানীর যোগান দিচ্ছে এ গুঞ্জনে। 


মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।


শেয়ার করুন