৩০ জুলাই ২০২৫, বুধবার, ০৫:৫১:২৯ পূর্বাহ্ন
রাজশাহী মহানগরীর লালন শাহ পার্কে এখন গরুর খামার!
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২৫
রাজশাহী মহানগরীর লালন শাহ পার্কে এখন গরুর খামার!

রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থান লালন শাহ পার্ক বর্তমানে এক অস্বাভাবিক ও উদ্বেগজনক পরিস্থিতির মুখে পড়েছে। নানা শ্রেণির মানুষ যেখানে নির্মল বাতাস নিতে, পরিবারের সঙ্গে সময় কাটাতে বা পথচারীরা একটু জিরিয়ে নিতে আসতেন, সেই পার্কের মধ্যেই এখন তৈরি হয়েছে গরুর খামার


পর্যবেক্ষণে দেখা গেছে, পার্কের অভ্যন্তরে গরু পালন করা হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে। এর ফলে গোচারণভূমিতে রূপ নিয়েছে পার্কের সবুজ এলাকা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে গোবর ও পশু বর্জ্য। দুর্বিষহ গন্ধে পথচারী ও দর্শনার্থীদের হাঁটা দুরূহ হয়ে পড়েছে। শিশুরা খেলতে পারছে না, বয়স্করা হাঁটতে পারছেন না— পরিবেশ এক কথায় বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।


স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পার্ক এলাকায় একধরনের দুর্গন্ধ ছড়িয়ে থাকে। অনেকেই বাধ্য হয়ে পার্কে যাওয়া বন্ধ করে দিয়েছেন। এছাড়া, মশা-মাছির উৎপাত ও স্বাস্থ্যঝুঁকিও দিন দিন বাড়ছে।


এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র পরিবেশ দূষণই নয়, বরং পার্কের মূল উদ্দেশ্য ও সৌন্দর্যকেই ভূলুণ্ঠিত করছে।


এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার যেখানে শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে নানা উদ্যোগ নিচ্ছে, সেখানে এমন একটি গুরুত্বপূর্ণ পার্কে গরুর খামার পরিচালনা নিঃসন্দেহে প্রশাসনের গাফিলতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরছে।”


তারা দ্রুত এই গরুর খামার অপসারণের দাবিজানিয়ে রাজশাহী সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য এখনো পাওয়া যায়নি।


নগরবাসীর একটাই প্রশ্ন:জনগণের বিনোদন, বিশ্রাম ও সুস্থ পরিবেশের জায়গা যদি গরুর খামারে পরিণত হয়, তবে শহর কোথায় দাঁড়াবে?”

শেয়ার করুন