১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১১:৪৮:২৩ পূর্বাহ্ন
অভিনেতাকে নিয়ে আনুশকা-প্রিয়াঙ্কার তর্কাতর্কি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২৫
অভিনেতাকে নিয়ে আনুশকা-প্রিয়াঙ্কার তর্কাতর্কি

নায়িকাদের মধ্যে বন্ধুত্ব আদৌ হয় কি না, এ প্রশ্ন প্রায়ই শিরোনামে আসে। বিশেষ করে একসঙ্গে কাজ করতে গেলে নাকি সম্পর্কের টানাপোড়েন বাড়ে। বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ারও এমন অভিজ্ঞতার কথা শোনা যায়।


ঘটনাটি জোয়া আখতারের সিনেমা ‘দিল ধাড়াকনে দো’র সেটে। শুটিং চলাকালীন একটি প্রসঙ্গকে ঘিরে দুই নায়িকার মধ্যে মতবিরোধ তৈরি হয়, যা গড়ায় তর্কাতর্কিতে যার কেন্দ্রবিন্দু ছিলেন অভিনেতা দর্শন কুমার।


আসলে দর্শনের বিষয়ে দুই অভিনেত্রীর দুই ভিন্ন মত ছিল। আনুশকা আগেই তার সঙ্গে ‘এনএইচ ১০’ ছবিতে কাজ করেছিলেন। সেখানে দর্শন ছিলেন খলচরিত্রে। আনুশকার দাবি, দর্শন বেশ উদ্ধত স্বভাবের। অন্যদিকে, প্রিয়াঙ্কা মেরি কম–এ দর্শনের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা থেকে বলেছিলেন, তিনি ভীষণ মিষ্টি এবং পরিশ্রমী মানুষ।



দর্শন নিজেই এক সাক্ষাৎকারে বিষয়টি ব্যাখ্যা করেছিলেন। তার ভাষায়, ‘দিল ধাড়াকনে দো-র শুটিংয়ে ওরা দুজন আমার বিষয়ে আলোচনা করছিলেন। প্রিয়াঙ্কা বলছিলেন, আমি দক্ষ অভিনেতা এবং ভালো মানুষ। তখনই আনুশকা মন্তব্য করেছিলেন, এর চেয়ে উদ্ধত মানুষ তিনি দেখেননি।’


তবে দর্শনের ব্যাখ্যা ছিল অন্যরকম। তিনি জানান, এনএইচ ১০ ছবিতে চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে শুটিং চলাকালীন আনুশকার সঙ্গে দূরত্ব বজায় রাখতেন, এমনকি ভালো ব্যবহারও করতেন না। সেই কারণেই হয়তো আনুশকার মনে ভুল ধারণা তৈরি হয়েছিল।


বর্তমানে দর্শন কুমারকে দেখা যাচ্ছে তার নতুন ছবি দ্য বেঙ্গল ফাইল্‌স–এ।


শেয়ার করুন