০৬ জুলাই ২০২৫, রবিবার, ০৭:৪৩:১৪ অপরাহ্ন
ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২৫
ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আত্মরক্ষার জন্য ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলার পর এ মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ বন্ধে ব্যর্থতায় হতাশাও প্রকাশ করেন।


এয়ার ফোর্স ওয়ান-এ থাকা অবস্থায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, জেলেনস্কির সঙ্গে তাঁর ভালো আলোচনা হয়েছে। তবে এর আগের দিন পুতিনের সঙ্গে ফোনালাপকে তিনি খুবই অসন্তোষজনক বলেছেন। কারণ পুতিন যুদ্ধবিরতির বিষয়ে কোনো আগ্রহ দেখাননি বলে অভিযোগ করেন ট্রাম্প।


জেলেনস্কির অনুরোধে ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তাদের এই ক্ষেপণাস্ত্র লাগবে আত্মরক্ষার জন্য। তাদের কিছু না কিছু লাগবেই, কারণ ওদের ওপর প্রচণ্ড হামলা চলছে।


তিনি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা উল্লেখ করে একে অসাধারণ অস্ত্র বলে বর্ণনা করেন।


যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি খুব কঠিন। আমি পুতিনের সঙ্গে আমার কথোপকথন নিয়ে খুবই হতাশ। পুতিন পুরোপুরি যুদ্ধ চালিয়ে যেতে চায়, মানুষ মেরে যেতে চায় — এটা একদম ঠিক না।’


জেলেনস্কি এক বার্তায় জানান, ট্রাম্প কিয়েভের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কাজ করতে রাজি হয়েছেন, কারণ রুশ হামলা দিন দিন বেড়ে চলেছে।  


রুশ বিমান হামলা থেকে রক্ষা পেতে ইউক্রেন দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের কাছে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সিস্টেম সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে। 


সম্প্রতি যুক্তরাষ্ট্র কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করায় কিয়েভ সতর্ক করে দিয়েছে যে, এতে রুশ হামলা মোকাবেলায় তাদের সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।  


রয়টার্সকে ইউক্রেনের এক সূত্র জানায়, ট্রাম্প ও জেলেনস্কির ফোনালাপকে খুব ভালো হয়েছে। তারা আশাবাদী যে, শিগগিরই আমেরিকা প্যাট্রিয়ট মিসাইল সরবরাহ আবারও শুরু করতে পারে।


শেয়ার করুন