১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:১৩:০৬ অপরাহ্ন
সিরিজ জিতে ফিরতে চায় বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ১৫-০৭-২০২৫
সিরিজ জিতে ফিরতে চায় বাংলাদেশ

শ্রীলংকা সফরে শেষ ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভালো করার পর দ্বিতীয়টিতে হার। ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতে ২-১-এ সিরিজ হার। এখন টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনার সামনে বাংলাদেশ।


রোববার ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সফরের শেষ ম্যাচ তৃতীয় টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল আবার কলম্বোয় ফিরেছে। 



আগামীকাল বুধবার এই ম্যাচ জিততে পারলে শ্রীলংকা থেকে অন্তত একটি সিরিজ জিতে দেশে ফেরা যাবে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লিটন দাসের দল।


তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের জন্য ক্লান্তিকর একটি সফর শেষ হতে চলেছে। দেশে ফিরে দুদিন পর আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে। প্রথম টি-টোয়েন্টির পর অধিনায়ক লিটন দাসকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। দ্বিতীয় ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ডান-হাতি ব্যাটার। হয়েছেন ম্যাচসেরা।


দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামীম হোসেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৭ বলে ৪৮ রান করেন। ফিল্ডিংয়ে অসাধারণ এক থ্রোতে বিধ্বংসী ব্যাটার কুশল মেন্ডিসকে ফেরান। শেষ ম্যাচ জিতে সিরিজ জিততে চান। শামীম বলেন, ‘অবশ্যই সিরিজ জিততে চাই।’

শেয়ার করুন