১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ০৪:০২:০০ পূর্বাহ্ন
অ্যাস্ট্রো অলিম্পিয়াড: রাজশাহীতে জয়জয়কার রংধনুর
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৫
অ্যাস্ট্রো অলিম্পিয়াড: রাজশাহীতে জয়জয়কার রংধনুর

এমন একপেশে ফলাফল খুব কমই হয়, যেমনটা দেখা গেল রাজশাহীতে আয়োজিত এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের বিভাগীয় পর্বের ফলাফলে। জুনিয়র পর্বে বাছাইকৃত ৩০ জনের মধ্যে সিংহভাগই একটি শিক্ষা প্রতিষ্ঠানের।

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বুধবার আয়োজিত বিভাগীয় বাছাই পর্বের জুনিয়র বিভাগে প্রথম তিনটি স্থানসহ মোট ২৬ জনই শাহজাদপুর, সিরাজগঞ্জের রংধনু মডেল স্কুলের শিক্ষার্থী।

সিনিয়র গ্রুপে শীর্ষস্থান অর্জন করেছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের মাহদী হাসান মিলন, দ্বিতীয় অবস্থানে শিমুল মেমরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের মাহদী মাহির রহমান, তৃতীয় থেকে পঞ্চম যথাক্রমে রাজশাহী কলেজের মো. তাসনিম ফেরদৌস, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শুভ্র চৌধুরী ও সিরাজগঞ্জ সরকারি কলেজের আশরাফুল ইসলাম।


প্রায় দুইশ অংশগ্রহনকারীর অংশগ্রহনে এ বাছাই পর্ব শুরু হয় বুধবার সকাল সাড়ে নয়টায়। ইউনিভর্সিটির উপাচার্য অধ্যাপক আনসার উদ্দিন প্রধান অতিথি হিসাবে আয়োজনে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবদুল্লাহ বিন শামস তারিক।

এক ঘণ্টার লিখিত পরীক্ষা শেষে উত্তরপত্র যাচাইয়ের সময় অধ্যাপক তারিক শিক্ষার্থীদের মধ্য থেকে কেনো বিষয়ে জানার আগ্রহ থাকলে প্রশ্ন করতে বলেন।

ক্ষুদে শিক্ষার্থীরা তকে বিমুখ করেনি। প্রথম প্রশ্ন করলেন শিক্ষর্থী লবিবা ইসলাম। তিনি জানতে চাইলেন, ‘ব্ল্যাক হোল স্প্যাগেটিফিকেশন’ বিষয়টি আসলে কী।


এর পর একে একে প্রশ্ন এল, প্রোটনের ভর কত, মাল্টিভার্স আর প্যারালাল ইউনিভার্সের মধ্যে পার্থক্য কী, হঠৎ যদি সূর্যের ভর অর্ধেক হয়ে যায়, তাহলে পৃথিবী কি মহাশূন্যে ছিটকে যাবে? মানুষ কি সত্যিই চাঁদে গিয়েছিল, আলো কি কণা না কি তরঙ্গ, আর পৃথিবীপৃষ্ঠ থেকে মাত্র কয়েকশ কিলোমিটারের মধ্যে থাকলেও স্পেস স্টেশন পৃথিবীতে আছড়ে পড়ছে না কেন?


বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র/ছাত্রীদের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মসূচী ২০তম বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড চলছে।


এ বাছাই পর্ব থেকে জুনিয়র ও সিনিয়র উভয় গ্রুপ থেকে যথাক্রমে পাঁচ জন ও ৩০ জন, মোট ৩৫ জন ২৬ জুলাই যাচ্ছেন ঢাকায় জাতীয় বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে।

এবারে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর হতে যাচ্ছে।

সারা দেশ থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ তিনশ ছাত্র-ছাত্রীকে নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষে আয়োজিত হবে তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। নির্বাচিত শীর্ষ ৩০জন প্রতিযোগী এই পর্বে অংশ নেবেন।

ক্লোজড ক্যাম্পের শেষদিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা শেষে প্রথম পাঁচজন প্রতিযোগীকে বাছাই করা হবে। এই পাঁচজন এ বছর ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

শেয়ার করুন