২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:৩৪:৪৫ পূর্বাহ্ন
কারাগারে অসুস্থ হয়ে আ. লীগ নেতার মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২৫
কারাগারে অসুস্থ হয়ে আ. লীগ নেতার মৃত্যু

মাদারীপুর কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী মিয়া (বীর মুক্তিযোদ্ধা) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


সোমবার (২৮ জুলাই) সকালে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রাজৈর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ও টেকেরহাট বন্দর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।


পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে থানায় মামলা দায়ের করেন ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ।


এই মামলায় ৬৪নং আসামি ছিলেন ইউসুফ আলী মিয়া। তিনি হাইকোর্ট থেকে দুই মাসের জামিন নিয়েছিলেন। দুই মাস শেষ হওয়ার পর নিম্ন আদালতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে মাদারীপুর কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় রবিবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মাদারীপুর সদর ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয় ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মাদারীপুর কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম বলেন, ‘রবিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে মাদারীপুর সদর ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।


তারপর কি হয়েছে খবর নিয়ে বলতে পারব। তবে কারাগারের ভেতরে কেউ মারা যায়নি।’


শেয়ার করুন