০২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৪:০৯:৩২ পূর্বাহ্ন
নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২৫
নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উত্তরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানিয়েছেন, নিহত মনিরুল ইসলাম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি উপজেলার ভট্টপাড়া পূর্বপাড়ার আবু বকর সিদ্দিক প্রামানিকের ছেলে।


মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. উজ্জ্বল হোসেন একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলামের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সান্তাহার জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


শেয়ার করুন