১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৬:৩১:২০ অপরাহ্ন
শিবগঞ্জে ৩ ইউপির বাজেট ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২২
শিবগঞ্জে ৩ ইউপির বাজেট ঘোষণা

শিবগঞ্জ উপজেলার উজিরপুর, শাহাবাজপুর ও কানসাট ইউপির বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উজিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সচিব ফারুক আহমেদ। এতে উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ৪৩ লাখ ২ হাজার ১শ' টাকা, ব্যয় ১ কোটি ৪৩ লাখ ২৫ হাজার টাকা ও রাজস্ব আয় ৩৬ লাখ ১২ হাজার ১০৩ টাকা ও ব্যয় ৩৬ লাখ ৫ হাজার ৩ টাকা এবং উদ্বৃদ্ধ ৭ হাজার ১শ' টাকা। ইউপি চেয়ারম্যান দুরুল হোদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাক্তন চেয়ারম্যান এনামুল হক আলম, জাকারিয়া হোসেন, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফ খান তোতা ও নুরুল ইসলামসহ অন্যরা। এদিকে একই সময় শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট উপস্থাপন করেন সচিব রেজাউর রহমান। বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ৫ লাখ ৩৬ হাজার ৬’শ টাকা ও ব্যয় ৩ কোটি ৪ লাখ ৯৯ হাজার ৫’শ ৩৩ টাকা। উদ্বৃদ্ধ ৩৭ হাজার ৬৭ টাকা। ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবদুল হামিদ, আরিফ আলী টিসু, তেলকুপি কলমদর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহিম ও ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামসহ অন্যরা। এছাড়া কানসাট ইউপির বাজেট উপস্থাপন করেন সচিব আলাউদ্দিন। এতে বাজেট ধরা হয়েছে ২ কোটি ২১ লাখ ৯২ হাজার ২’শ ২ টাকা। ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুজিবুর রহমান, সেতাউর রহমান ও গোলাম মোস্তফাসহ অন্যরা।

শেয়ার করুন