২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০১:০৯:১৬ অপরাহ্ন
মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরে যা করলেন পাগলা ভক্ত
  • আপডেট করা হয়েছে : ১৩-০১-২০২৩
মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরে যা করলেন পাগলা ভক্ত

জার্মানির বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার আউটলেট উদ্বোধন করতে চট্টগ্রামে গিয়েছেন সাকিব আল হাসান। সেখানে এক পাগলা ভক্তের খপ্পরে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাকিব উপস্থিত হন নগরীর লালখানবাজার আমিন সেন্টারে পুমার আউটলেটে।

উদ্বোধনের আগে পুমার বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি শিল্পগ্রুপ ডিবিএলের কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে উঠেন সাকিব আল হাসান।

এ সময় সাকিব সাকিব স্লোগান দিতে থাকেন ভক্তরা। এসময় এক ভক্ত হঠাৎ মঞ্চে উঠে সাকিব আল হাসানকে জড়িয়ে ধরেন।

ভক্তের আকস্মিক এ কাণ্ডে ভড়কে যান সাকিব আল হাসান। মিনিট দুয়েক বিরতির পর রাখেন উদ্বোধনী বক্তব্য। তাৎক্ষণিক ডিবিএলের নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ওই ভক্তকে সরিয়ে নেন।

এরপর পুমার আউটলেট উদ্বোধন করেন সাকিব আল হাসান। পরে ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন এই তারকা ক্রিকেটার।

বন্দরনগরীতে সাকিবের আগমনের কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুর পর্ব শেষে আসরের ১২টি ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাকিবের দল ফরচুন বরিশাল শুক্রবার দুপুর ২টায় খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

শেয়ার করুন