২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১২:৫৪:৫৯ অপরাহ্ন
রমজানকে সামনে রেখে নগরীতে অভিযান শুরু, ৬ ব্যবসায়ীর জরিমানা
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৩
রমজানকে সামনে রেখে নগরীতে অভিযান শুরু, ৬ ব্যবসায়ীর জরিমানা

রাজশাহী মহানগরীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য মনিটরিংয়ে নেমেছে প্রশাসন। রমজান মাসে যেনো সব ধরনের প্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীল থাকে সেজন্য অভিযান শুরু করা হয়েছে।

অভিযানের প্রথম দিন আজ রোববার সকালে ৬ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, যেসব পণ্য রমজানে বেশি প্রয়োজন হয় সেসব পণ্যের বাজার নজরদারিতে রয়েছে। এছাড়াও ব্যবসায়ীরা যেন পণ্যের কৃত্রিম সংকট দেখিয়ে ভোক্তাদের থেকে অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে রয়েছে। যে কোনো অভিযোগ পেলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রোববার অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন