১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৮:৩৬:১৮ অপরাহ্ন
নিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
  • আপডেট করা হয়েছে : ২৪-০৪-২০২৩
নিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪১ মিনিট নাগাদ দেশটির কেরমাদেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে।


মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। শক্তিশালী এ ভূমিকম্পের কয়েক মিনিটের ব্যবধানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।



শক্তিশালী ওই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ। পরে বেশকিছু সময় পর্যবেক্ষণ শেষে নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএএমএ) কোনো সুনামির শঙ্কা নেই বলে আশ্বস্ত করে।


এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কেরমাদেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানা যায়নি।


চলতি বছরের ১৬ মার্চ একই দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেসময় সুনামি সতর্কতা জারি করা হলেও, পরে তুলে নেওয়া হয়।

শেয়ার করুন