২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১১:৩৭:২৮ অপরাহ্ন
হজযাত্রীদের জন্য অ্যাপ ‘লাব্বাইক’, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৫
হজযাত্রীদের জন্য অ্যাপ ‘লাব্বাইক’, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

চলতি বছর হজযাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু করতে যাচ্ছে সরকার। একইসঙ্গে চালু হচ্ছে হজ প্রি-পেইড কার্ড ও আন্তর্জাতিক রোমিং সুবিধা। হজ যাত্রাকে আরও সহজ ও নির্বিঘ্ন করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন ‘যমুনা’য় আনুষ্ঠানিকভাবে এসব সেবার উদ্বোধন করবেন। ধর্ম মন্ত্রণালয়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।


ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল ফারুক গণমাধ্যমকে জানান, হজ পালন করতে গিয়ে বাংলাদেশি হজযাত্রীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। এসব সমস্যা সমাধানে ‘লাব্বাইক’ অ্যাপ চালু করা হচ্ছে। একইসঙ্গে হজ প্রি-পেইড কার্ড ও মোবাইল রোমিং সুবিধাও যুক্ত করা হয়েছে।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। হজ ফ্লাইট শুরু হবে ২৯ এপ্রিল থেকে।


'লাব্বাইক' অ্যাপের কার্যকারিতা


অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। নিবন্ধনের সময় ওটিপি যাচাইয়ের পর চার ডিজিটের পিন সেট করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে হজযাত্রীর মোবাইল নম্বর, পিআইডি (পিলগ্রিম আইডি) এবং জন্মতারিখ। একজন হজযাত্রী তার পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্যকে অ্যাপে যুক্ত করতে পারবেন।


পরিবারের সদস্যরা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে হজযাত্রীর আপডেট তথ্য জানতে পারবেন। গেস্ট ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে, যা অ্যাপটিকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।


অ্যাপের গুরুত্বপূর্ণ সুবিধাসমূহ


হজযাত্রী হারিয়ে গেলে, অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে এসওএস বাটনে ক্লিক করে দ্রুত সহায়তা পেতে পারবেন। এছাড়া অ্যাপ থেকে নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস, ফ্লাইটের বিস্তারিত তথ্য, লাগেজের তথ্য, আবাসন সংক্রান্ত তথ্য, এবং গুগল ম্যাপের মাধ্যমে দলের সদস্যদের লোকেশন ট্র্যাক করার সুবিধা থাকবে।


দৈনিক হজ সিডিউল, হোটেলের বিবরণ, মিনায় তাবুর অবস্থান, প্রিপেইড কার্ডের ব্যালেন্স, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, হজ এজেন্সির রেটিং ও রিভিউ, কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা, কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ ইত্যাদি তথ্যও অ্যাপে অন্তর্ভুক্ত থাকবে।


ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হবে।


হজ প্রি-পেইড কার্ড


হজযাত্রীদের আর্থিক লেনদেন সহজ করতে ‘হজ প্রি-পেইড কার্ড’ চালু করা হচ্ছে। এ কার্ডের মেয়াদ হবে পাঁচ বছর এবং অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। কার্ড ইস্যুতে কোনো চার্জ বা ফি নেই। এছাড়া লেনদেন ফি কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৩ শতাংশ।


হজের সময় বাংলাদেশি টাকা লোড করে সৌদি রিয়াল বা ডলার তোলা যাবে। প্রতিটি কার্ডে সর্বোচ্চ এক হাজার ২০০ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা) লোড করা যাবে। সৌদি আরবের যেকোনো মাস্টার কার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন এবং পিওএস মেশিনে সরাসরি পেমেন্ট করা যাবে।


ইসলামী ব্যাংকের সব শাখায় পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছবি ও হজ ভিসার কপি জমা দিয়ে কার্ড ইস্যু ও ডলার এনডোর্সমেন্ট করা যাবে। প্রয়োজনে দেশীয় ও আন্তর্জাতিক কল সেন্টারে যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে।


রোমিং সুবিধা


হজযাত্রীদের জন্য ‘গ্রামীণফোন’, ‘রবি’ এবং ‘বাংলালিংক’ মোবাইল অপারেটররা বিশেষ রোমিং প্যাকেজ চালু করেছে। এতে সৌদি আরবে গিয়ে আলাদা সিম কেনার প্রয়োজন হবে না। নিজস্ব মোবাইল নম্বর দিয়ে সহজেই কথা বলা ও বার্তা পাঠানো যাবে।


রোমিং প্যাকেজের মূল্যও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। হজযাত্রীরা ১ থেকে ৬০ দিনের মধ্যে বিভিন্ন মেয়াদের প্যাকেজ কিনতে পারবেন। গ্রামীণফোনের প্যাকেজ তাৎক্ষণিকভাবে, আর বাংলালিংকের প্যাকেজ সৌদি পৌঁছানোর পর সক্রিয় হবে। তবে বাংলালিংকের পোস্টপেইড গ্রাহকরা রোমিং ভয়েস কল সুবিধা পাবেন না।


ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত মূল্যের চেয়ে কম বা বেশি টাকা রিচার্জ করলে রোমিং প্যাকেজ অ্যাক্টিভ হবে না। বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।


শেয়ার করুন