১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৭:৪০:২৮ অপরাহ্ন
মন্দার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দর পতন
  • আপডেট করা হয়েছে : ৩১-০৮-২০২২
মন্দার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দর পতন

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্য হারে কমেছে। বৈশ্বিক মন্দার আশঙ্কা, চীনে করোনার বিধিনিষেধ বৃদ্ধি ও ওপেকের পূর্বাভাসের কারণে বুধবার (৩১ আগস্ট) তেলের দরে এমন পতন দেখা গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


অক্টোবরের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচারের মূল্য ব্যারেলপ্রতি ৩ দশমিক ৪১ ডলার কমে ৯৫ দশমিক ৯০ ডলারে নেমেছে। তাছাড়া নভেম্বরের চুক্তির ক্ষেত্রে মূল্য ২ দশমিক ৯৭ ডলার বা ৩ দশমিক ০৪ শতাংশ কমে ৯৪ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।


এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য ব্যারেলপ্রতি ২ দশমিক ৮৯ ডলার বা ৩ দশমিক ১৫ শতাংশ কমে ৮৮ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। মন্দার শঙ্কায় আগের সেশনে এটির মূল্য কমে ৫ দশমিক ৩৭ ডলার।


পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক তামাস ভার্গ বলেছেন, বর্তমান প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ হলো চীনের কারখানাগুলোর কার্যক্রম সংকোচন। তাছাড়া দেশটির পরিষেবাখাতের গতিও প্রত্যাশার চেয়ে কম। এদিকে ফেড ও ইসিবি আগামী মাসে সুদের হার আরও বাড়ানোর চিন্তা করছে।


আগস্টে চীনে করোনার সংক্রমণ বেড়েছে। এতে দেশটির কারখানাগুলোর কার্যক্রম কমেছে। তাছাড়া গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ তাপপ্রবাহ দেখছে দেশটি। আবাসন ব্যবসাও ভালো যাচ্ছে না সেখানে।

শেয়ার করুন