০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ০৫:৪১:২০ অপরাহ্ন
ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধ করতে বললেন ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৫
ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধ করতে বললেন ট্রাম্প

প্রতিবেশী বৈরি দুই রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বাজছে। একটু এদিক-সেদিক হলেই এই দুই রাষ্ট্রের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে। তবে এমন পরিস্থিতিতে ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ডনের।   



হোয়াইট হাউজের এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত-পাকিস্তান উভয় দেশের সঙ্গেও তার ভালো সম্পর্ক আছে এবং সংঘাত নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত। 


উভয় দেশকে ভালোভাবে চিনেন উল্লেখ করে ট্রাম্প বলেন, সত্যিই অবস্থা খুব ভয়াবহ। আমি চাই, তারা বিষয়টি মিটিয়ে নিক, তারা থামুক। 


মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এখন অন্তত তারা থামবে বলে আশা করছি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই করব। 


গত ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছিল। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত।


এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে নিহত হয়েছে অন্তত ৩১ জন এবং আহত অর্ধশতাধিক। 


পাকিস্তানও ভারতের এই হামলার জবাব দিয়েছে। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেইসঙ্গে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। 


গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে বলেছেন, আমরা প্রতিজ্ঞা করছি, নিরপরাধ শহীদদের রক্তের বদলা আমরা নেব। 


এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানালেন ট্রাম্প। 





শেয়ার করুন