২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:০৬:০২ অপরাহ্ন
ঋণের চাপে জর্জরিত চাল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ মিলল আমগাছে
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
ঋণের চাপে জর্জরিত চাল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ মিলল আমগাছে

রাজশাহীর পুঠিয়ায় বাড়ির পাশের আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক চাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মরদেহটি দেখতে পায় পরিবার। 


ওই চাল ব্যবসায়ী হলেন—মন্টু আলী (৪৪)। তিনি উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোপাপাড়া-মহনপুর গ্রামের মনির হোসেনের ছেলে। 


এ বিষয়ে ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়ী মন্টু ব্যক্তিগত ধারদেনা ও এনজিওর ঋণের সুদের কারণে অনেক কষ্টে দিনাতিপাত করছিলেন। তার পরিবারে দুই ছেলে স্কুল-কলেজে লেখাপড়া করে। এ সকল চাপের কারণে কিছুদিন আগে সে একবার স্ট্রোক করেছিল। এই সব চাপের কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।’ 


মন্টু আলীর ছেলে সজিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা বিভিন্ন এনজিও ও স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাতাল মিলে চালের ব্যবসা শুরু করে। গত কয়েক বছর ব্যবসায় লোকসান করেছেন। এ কারণে তিনি চরম হতাশায় ছিলেন। আজ (বুধবার) ভোরে বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস দিয়ে বাবা আত্মহত্যা করেছেন।’ 


এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক আলামত ও সুরতহাল দেখে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’ 


ওসি আরও বলেন, ‘অভাবগ্রস্ত হয়ে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন বলে জেনেছি। সেই কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’


শেয়ার করুন