২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৪৪:০০ পূর্বাহ্ন
২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২২
২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু

আগামী ২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৪ জুন) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


তিনি জানান, অন্তঃসত্ত্বা ব্যতীত ১ বছরের বেশি সব বয়সের মানুষকে এই টিকা দেওয়া হবে। ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় রাজধানীর ঝুঁকিপূর্ণ পাঁচ এলাকার ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দিবে সরকার। দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে। পরবর্তীতে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।  


২৪ ঘণ্টায় করোনা শনাক্ত দেড়শ ছাড়ালো২৪ ঘণ্টায় করোনা শনাক্ত দেড়শ ছাড়ালো

প্রথম ধাপে রাজধানীর পাঁচটি এলাকায় এই টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। সেগুলো হলো যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ। 

শেয়ার করুন