২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৫৯:৪৪ অপরাহ্ন
রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপির ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছ ছাত্রদল। বুধবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। 


সংগঠনের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন, সাখওয়াত হোসেন সরকার, আশিক আহমেদ, বনি আমিন, নাঈমুল ইসলাম নাজিম, মামুন মালতিয়া, নাজমুল হুদা রাকিব, মেশকাত হোসেন, নাহিদুল ইসলাম বেপারী, অসিম মাহমুদ, আব্দুর রহমান, রনি মাহমুদ, রাশেদ খান, সাইফুল ইসলাম শাহিন, নাজমুল হাসান পাপন, সজিব আহমেদ হৃদয় প্রমুখ। 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে একই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।


ভোরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে  গোপীবাগ এলাকায় রেলপথ অবরোধ করে পিকেটিং করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিউদ্দিন মাহি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মহানগর ছাত্রদল নেতা খন্দকার আমান, মিরাজ হোসেন, সিয়াম, আশরাফুল আসাদ, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের মো. আবু সালেহ হিরোন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান প্রমুখ।


শেয়ার করুন