২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:১৪:৫১ পূর্বাহ্ন
আজ আসছে কিউইরা
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৩
আজ আসছে কিউইরা

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত মুমিনুল-তাইজুল। বিসিবি স্পিন কোচ সোহেল ইসলামের অধীনে কাজ করেছেন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। 


আজ রাতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। একইদিন ফেরার কথা টাইগারদের হেড কোচ হাথুরুসিংহের। 


আলাদা দুটি ফ্লাইটে ঢাকায় আসবে নিউজিল্যান্ড। দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে সিলেটে, ২৮ নভেম্বর থেকে। তাই বাংলাদেশে পৌঁছানোর পরদিনই ম্যাচ ভেন্যুতে চলে যাবে কিউইরা। একই দিন সিলেটে যাওয়ার কথা বাংলাদেশ দলেরও।


বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া কিউই ক্রিকেটারদের একাংশ দেশে ফিরে গেছে। অন্যরা দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। এর মধ্যে আছেন টেস্ট স্কোয়াডের কয়েকজন। অন্য সদস্যরা নিউজিল্যান্ড থেকে দুবাইয়ে তাদের সঙ্গে যোগ দেবেন।


এই সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটে বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যাবে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় ক্রিকেট লিগে একটি ম্যাচ খেলেছেন তিনি। সাকিব ছাড়াও লিটন দাস ও তাসকিন আহমেদকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে বাংলাদেশ।


সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ৯ নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ।


শেয়ার করুন