২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:৪২:৩৭ অপরাহ্ন
তুরস্ককে খুশি করতে পিকেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সুইডেন
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২২
তুরস্ককে খুশি করতে পিকেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সুইডেন

ন্যাটোর সদস্যপদ লাভ করতে সুইোেডনের বড় বাধা তুরস্ক। কারণ তুরস্কে জঙ্গি হামলা চালানোর বিস্তর অভিযোগ রয়েছে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের বিরুদ্ধে।

আর এই পিকেকে গেরিলাদের সহযোগিতা করার অভিযোগে সুইডেনকে ন্যাটোর সদস্য হতে বাধা দিয়ে আসছে তুরস্ক। খবর আনাদোলুর।

তবে, এবার তুরস্ককে খুশি করতে পিকেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে সুইডেন।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী অ্যান লিন্ডে জানিয়েছেন, স্টকহোমে একটি ভবনে পিকেকের একটি পতাকা উড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে যাচ্ছে সুইডেন।

তুরস্ক পিকেকে সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। সংগঠনটির প্রধান কুর্দি নেতা আব্দুল্লাহ ওকালান।     

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী অ্যান লিন্ডে আরও জানান, তার দেশ কখনোই কোন সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে না। একইভাবে পিকেকেকেও তারা সমর্থন করে না। সংগঠনটি যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাদের প্রতি সুইডেনের সমর্থনের বার্তা দিচ্ছে- এ ব্যপারে ব্যবস্থা নিচ্ছে সুইডেন।  

সুইডেনের স্টকহোমে ঐতিহাসিক সিটি হলসহ বেশ কয়েকটি স্থান থেকে পিকেকের পতাকা অপসারন করেছে দেশটির প্রশাসন।

শেয়ার করুন