২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৫১:৩২ অপরাহ্ন
ভারত-চীন সম্পর্ক নিয়ে যা বললেন জয়শংকর
  • আপডেট করা হয়েছে : ১৯-০৬-২০২২
ভারত-চীন সম্পর্ক নিয়ে যা বললেন জয়শংকর

সীমান্তের পরিস্থিতিই চীন-ভারতের সম্পর্কের অবস্থার উপর প্রতিফলিত হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।  এ সময় ভারত-চীন সম্পর্কের বিকাশ পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা এবং স্বার্থের পারস্পরিকতার উপর ভিত্তি করে হওয়া উচিত বলেও দাবি করেন তিনি। খবর এনডিটিভির। 

আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে ১২তম দিল্লি সংলাপে বক্তব্য দেওয়ার সময় জয়শংকর এসব কথা বলেন। আসিয়ান সদস্য দেশগুলোর ভারত ও চীনের মধ্যে সম্পর্কের আগ্রহ থাকবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। 

তিনি আরও বলেন, বিশ্ব বর্তমানে অস্থিরতার সম্মুখীন হচ্ছে যা কোভিড-১৯ মহামারির পরিণতির পাশাপাশি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে আরও অনিশ্চিত ও জটিল করে তুলেছে।

তিনি বলেন, আমাদের নিজস্ব অঞ্চলেও উন্নয়নের প্রভাব রয়েছে। আমরা আফগানিস্তানের কথা বলি বা মায়ানমারের কথা বলি। আরও দূরে ইউক্রেনের সংঘাত খাদ্য, সার এবং আমাদের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলছে। 

এই বৈশ্বিক প্রেক্ষাপট ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সহযোগিতা বাড়ানো এবং বাস্তবে একসঙ্গে থাকার প্রয়োজনীয়তাকে আরও জোরদার করেছে বলেও জানিয়েছেন জয়শংকর।

শেয়ার করুন