২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৪১:৫৯ অপরাহ্ন
নতুন কৌশলে আন্দোলন চান নুর
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২৪
নতুন কৌশলে আন্দোলন চান নুর

গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘২৮ অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশলে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। গণতন্ত্রের বিজয় অনিবার্য। আমরাই জয়ী হবো।’


শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 


‘দ্রবমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জনবিচ্ছিন্ন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের’ প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।


‘দেশে একসঙ্গে দুটো সংসদ রয়েছে’ উল্লে­খ করে নুর বলেন, ‘এই অবৈধ সংসদের অধিবেশন ডাকা হলে আমরা সংসদ অভিমুখে কর্মসূচি দিব।জনগণের আন্দোলনেই সরকারের পতন হবে। এজন্য আওয়ামী লীগকে বর্জন করুন, রাজপথে নামুন।’ 


তিনি বলেন, ‘প্রতি মাসে সীমান্তে ৫-৭ জন বাংলাদেশিকে হত্যা করা হয়। সীমান্ত হত্যা বন্ধে আমাদের কেন রাজপথে দাঁড়াতে হবে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা দেওয়া, সীমান্তে বিজিবির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিএসএফ কর্তৃক সীমান্তে বিজিবি সদস্য হত্যাকে কিভাবে একজন মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলেন।’


এ সময় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, ফাতিমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মশিউর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান, যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ফয়সাল, গণঅধিকার পরিষদ (একাংশ) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।


শেয়ার করুন