২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৬:২৭ অপরাহ্ন
রাবিতে ৩ দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২৪
রাবিতে ৩ দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা

‘আঁধারের শেকল হোক সচেতনতায় বিকল’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরাম (রুডফ) কর্তৃক আয়োজিত মাদক বিরোধী ৩ দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। গত ২৭ জানুয়ারি (শনিবার) এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন রুডফ–এর প্রধান নির্বাহী সদস্য মাহাদী হাসান মাহিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।

উদ্বোধনী বিতর্কে অংশগ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শহীদ জিয়াউর রহমান হল। বিতর্কের বিষয় ছিলো ‘এই সংসদ বিশ্বাস করে, উচ্চ মাত্রার মাদক উৎপন্ন করে এমন দেশগুলোর সরকারকে দূর্বল রাখা কিংবা অস্থিতিশীল রাখা বৈধ।’ উদ্বোধনী বিতর্কে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল জয় লাভ করে।

অনুষ্ঠানে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, আমরা মাদকের বিরুদ্ধে সচেতনতায় আয়োজিত যেকোনো উদ্দ্যোগ সাধুবাদ জানায়। আজ তরুণ সমাজ মাদকের কবলে জর্জরিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরামকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেয়ার জন্য। আমরা সবসময়ই এমন উদ্যোগে পাশে থাকবো।

প্রধান নির্বাহী সদস্য মাহাদী হাসান মাহিন বলেন, সহ-শিক্ষা কার্যক্রমের মধ্যে বিতর্ক অন্যতম। বিতর্ক আপনাকে একজন সুবক্তা, আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। বিতর্ক এমন একটি মাধ্যম যা আপনাকে বাক-স্বাধীনতা ও মুক্তবুদ্ধির সুযোগ দেয়।

মাদকের বিরুদ্ধে এই তরুণ সমাজকে সচেতন করা এবং একটি সুস্থ তরুণ সমাজ গঠনই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করে উক্ত অনুষ্ঠনের আহ্বায়ক আয়শা আঁখি।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি পর্যায়ক্রমে তিনদিন ব্যাপী হলগুলোতে গ্রুপ পর্বের বিতর্ক গুলো অনুষ্ঠিত হবে। আগামী ৬ ফেব্রুয়ারি রুডফ এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ মিনার মুক্তমঞ্চে ফাইনাল বিতর্কের মাধ্যমে পর্দা নামবে নতুন বছরের প্রথম ‘মাদক বিরোধী আন্ত:হল বিতর্কপ্রতিযোগিতা ২০২৪’ -এর।


শেয়ার করুন