২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৪:৪৯:৫৭ অপরাহ্ন
রাবিতে বাংলাদেশ বিষয়ে সেমিনার
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২২
রাবিতে বাংলাদেশ বিষয়ে সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) বেলা ১১টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে প্রফেসর ইমেরিটাস এবিএম হোসেন গ্যালারিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে ‘মুক্ত স্বাধীন বাংলাদেশ: পশ্চাতের নিত্য সহচর, দাবার ছকে ভবিষ্যৎ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাবি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা। সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। এতে অন্যদের মধ্যে কবি জুলফিকার মতিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন