২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:২৬:২৪ অপরাহ্ন
ভাবনায় দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, নির্বাচন ও আওয়ামী লীগ
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২৪
ভাবনায় দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, নির্বাচন ও আওয়ামী লীগ

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেরই আশা ছিল এবার ‘নতুন’ এক বাংলাদেশকে দেখা যাবে। সাধারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া ছিল নিত্যপণ্যের উচ্চমূল্যে লাগাম। আরেকটি প্রত্যাশা ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু দুটি ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না বলে মনে করেন অনেকেই। ঢাকার স্কুল শিক্ষিকা পিংকি অধিকারী বললেন, নিত্যপণ্যের দাম কমেনি, উল্টো বেড়েছে। এমন আমরা আশা করিনি। আর দাম নিয়ন্ত্রণে রাখার কোনো উদ্যোগও তো দেখছি না।


পিংকি আরও বলেন, আমি ঢাকায় থাকি। আমার আশপাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তেমন দেখিনি। তবে নানা ক্ষেত্রে পুলিশের যেখানে ভূমিকা রাখা দরকার, সেখানে, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনায় এখনো তাদের নিস্ক্রিয় দেখছি। আর সংখ্যালঘু হওয়ার কারণে ৫ আগস্টের পর কিছু ঘটনা আমাকে বিব্রত করেছে। আমাকে কষ্ট দিয়েছে। এর বেশি কিছু আমি বলতে চাই না।

নিত্যপণ্যের দাম নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছেই। কলাবাগানের আমিনুল ইসলাম বলেন, ডিমের হালি ৬০ টাকা তো আগে কখনো দেখিনি। আরও যেসব পণ্য আছে তার দামও বাড়ছে। মনে হচ্ছে বাজার সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে। আইন-শৃঙ্খলারও উন্নতি হচ্ছে না।


তার মতে, মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তার পরিবেশ এখনো তৈরি হয়নি।


শেয়ার করুন