০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৩৫:২০ পূর্বাহ্ন
নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ
  • আপডেট করা হয়েছে : ০২-১২-২০২৪
নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ। সোমবার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে এ সভা হবে। সভায় ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।


সভায় প্রাধান্য পাবে যে এজেন্ডাসমূহ


ক. নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০ এর বিধি ৩(২) এর বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য ৪ জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক ৪টি কমিটি গঠন। 


খ. ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন। 



গ. জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে মাননীয় কমিশনকে অবহিতকরণ এবং বিবিধ।


এর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন নিয়োগ পান। এছাড়া নির্বাচন কমিশনার পদে যে চারজন নিয়োগ পান তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।


শেয়ার করুন