২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ০৪:৪১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
রাজশাহীতে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ১
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২২
রাজশাহীতে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ১

নগরীর সাধুর মোড় থেকে বিদেশী পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। মহানগরী বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মহল্লার আল রিয়াদ (৩০), পিতা-নাজিরুল ইসলাম এর বসত বাড়িতে এলাকায় অপারেশন পরিচালনা করে একটি বিদেশী পিস্তল (আগ্নেয়াস্ত্র), একটি পিস্তলের ম্যাগজিন তিন রাউন্ড পিস্তলের গুলি, ১টি লোহার হাতুড়ি, এবং ১টি মোবাইল ফোন, উদ্ধার করা হয় এবং আসামী আল-রিয়াদ (৩০), পিতা- নাজিরুল ইসলাম, সাং-রানীনগর (সাধুরমোড়), থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মহল্লাস্থ আল রিয়াদ (৩০), পিতা- নাজিরুল ইসলাম এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া একই তারিখ ১২.১৫ ঘটিকায় রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মহল্লাস্থ আল রিয়াদ (৩০), পিতা- নাজিরুল ইসলাম এর বসত বাড়িতে পৌছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পাইয়া এক ব্যক্তি পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদকালে আসামী আল রিয়াদ (৩০) এর স্বাকারোক্তি মতে আসামীর বাড়ি তল্লাশী করে দুইতলা বিশিষ্ট বিল্ডিং বাড়ির ২য় তলায় পশ্চিম দুয়ারী শয়ন কক্ষে খাটের জাজিমের নিচে পূর্ব কোণ হইতে উল্লিখিত আলামত সমূহ উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন