দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত।
রবিবার ( ১২ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর শালবাগান বাজারে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF রাজশাহী মহানগরীর সভাপতি একেএম সারাওয়ার জাহান প্রিন্স।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মোঃ আব্দুল হান্নান, সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ, এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি একেএম সারাওয়ার জাহান প্রিন্স। তিনি বলেন, IBWF একটি নির্দলীয় প্ল্যাটফর্ম হিসেবে ব্যবসায়ীদের সকল দাবি-দাওয়া এবং সমস্যার সমাধানে কাজ করবে। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থরক্ষায় সংগঠনটি ট্যাক্স ও ভ্যাট বৃদ্ধি, শিল্প কারখানায় চার্জ সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
তিনি আরও উল্লেখ করেন, IBWF শুধু ব্যবসায়ীদের উন্নতিই নয়, সমাজের আর্থসামাজিক দিক উন্নয়নের জন্যও নিরলস কাজ করে যাবে। আজকের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এরই একটি অংশ।
এই উদ্যোগটি নগরীর সকল স্তরের মানুষের মধ্যে প্রশংসা অর্জন করেছে এবং ভবিষ্যতে IBWF এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে।