রাজশাহীর চারঘাটে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে ৪৮০ জন ক্যাডেট এসআই পাসিং আউট করেন।
প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ হলেও অনিবার্য কারণে দুই দফায় কুচকাওয়াজ স্থগিত করা হয়। একই ব্যাচের ৩১২ জনকে বিভিন্ন অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগগুলোর মধ্যে ছিল নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা করা, ক্লাসে অমনোযোগী থাকা এবং নিয়ম ভঙ্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন এবং পুরস্কার বিতরণ করেন। তিনি শিক্ষানবিশ ক্যাডেটদের উদ্দেশে বলেন, 'পরিবর্তিত সমাজের সারধী হিসেবে জনগণের সেবায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পুলিশের উপপরিদর্শক পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের ৯০ শতাংশ ফৌজদারি অপরাধের তদন্ত এই পদে কর্মরতরা করেন।'
তিনি আরও বলেন, 'পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরের জন্য কাজ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মনোবল পুনরুদ্ধারেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করা হয়, বেস্ট একাডেমিক- ক্যাডেট এসআই মো. বদিউজ্জামান। বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ- মো. নজরুল ইসলাম। বেস্ট শ্যুটার ও সুইমার:- নয়ন কুমার ঢালী। সর্বশেষ্ঠ ক্যাডেট- মো. আরিফুল ইসলাম।
২০২৩ সালের ৫ নভেম্বর, একাডেমিতে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শুরুর পরই ২২ জন ডিসচার্জ হন। নির্ধারিত ৪ নভেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়।
অভিযোগের ভিত্তিতে ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন, ১৮ নভেম্বর ৩ জন এবং ১ জানুয়ারি ৮ জনসহ মোট ৩১২ জন ক্যাডেটকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং পরে আমরণ অনশন শুরু করেন। গত সোমবার বিকেল থেকে চলা এই আন্দোলন মঙ্গলবার রাতে পুলিশ তাদের সরিয়ে দেয়। অনশনরতদের অভিযোগ, তাদের পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করা হয়েছে।