২০ জানুয়ারী ২০২৫, সোমবার, ১০:০১:২৮ অপরাহ্ন
বাঘায় তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২৫
বাঘায় তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

রাজশাহীর বাঘায় তিনদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান।


বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে। মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করা এবং প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।


তিনদিনব্যাপী এ মেলা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন