কর্মী ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে যারা ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি যাবেন, তাদের অবশ্যই ভ্রমণের ১০ দিন আগে টিকা নিতে হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘যারা ওমরাহ বা ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে যাবেন, তাদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক। তবে কর্মী হিসেবে যারা যাবেন, তাদের জন্য এই টিকা নেওয়া লাগবে না।’
সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে সোমবার হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক জানিয়ে নির্দেশনা দেয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
এর আগে প্রয়োজন অনুযায়ী মেনিনজাইটিসের টিকা না পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রায় ৩০০ সৌদিগামী যাত্রী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। এক ঘণ্টা পর প্রবাসীরা সড়ক থেকে সরে যান।
জানা গেছে, মেনিনজাইটিসের টিকা ছাড়াও কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর ও পোলিওর টিকা নিতে বলেছে সৌদি আরব। বিশেষ করে পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীতজ্বরের টিকা বাধ্যতামূলক।