২৭ জানুয়ারী ২০২৫, সোমবার, ১০:২০:৪৭ পূর্বাহ্ন
রাজশাহীতে সংস্কার, জাতীয় ঐক্য ও জনভাবনা শীর্ষক নাগরিক সংলাপ
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২৫
রাজশাহীতে সংস্কার, জাতীয় ঐক্য ও জনভাবনা শীর্ষক নাগরিক সংলাপ

সেন্টার ফর কমিউনেকশন এন্ড ডেভলপমেন্ট অব বাংলাদেশ (সিসিডি বাংলাদেশ) আয়োজনে শনিবার বিকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নাকীব, লেখক ও সাংবাদিক ড. নজিব আহমেদ, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসানাত আলী, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. আবুল কাসেম, গণঅভ্যুথান ২৪ চেতনা পরিষদ সভাপতি হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিক, সুজনের রাজশাহী সভাপতি সফিউদ্দিন আহমেদ।



অতিথি বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন-বিষয়ক সম্পাদক অ্যাডভেকেট মো. শফিকুল ইসলাম মিলন, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল, হেফাজতে ইসলামী রাজশাহী মহানগর আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান কাশেমী, রাজশাহী হিন্দু বৌদ্ধ ক্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সভাপতি, অচিন্ত্য কুমার, প্রধান সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান সমন্বয়ক রাশেদ রাজন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ফৌজিয়া নৌরিন জুলাই অভ্যুত্থানে শহীদ আলী রায়হানের পিতা।

সংলাপে বক্তারা সংস্কারে বিভিন্ন মতামত তুলে ধরে দেশ প্রেমের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংস্কার করে দেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের মডারেটনের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাতিল সিরাজ। উপস্থাপনায় ছিলেন, রেডিও পদ্মার অনুষ্ঠান উপস্থাপক জাহিন হাসান এশা।


শেয়ার করুন