০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৭:৪০ অপরাহ্ন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৫
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাছাড়া তার মালিকানাধীন গার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্রে ভাংচুরের ঘটনা ঘটেছে।



বৃহস্পতিবার ( ৬ ফেব্রয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার আড়ানী এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়। পরে ছাতারী এলাকায় অবস্থিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে  ভাঙচুর করে বিক্ষুব্ধরা। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে আছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতা বাড়িটির সামনে যান। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশের একটি দল। প্রায় একঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল সে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বাড়িতে থাকা আসবাবপত্রসহ  বাড়ির বিভিন্ন অংশ পুড়ে গেছে।


শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এরপর আরও তিন বার এ আসনের এমপি হন তিনি। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি।



গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়। তবে শাহরিয়ার আলমের বাড়িটি একেবারেই অক্ষত ছিল। সর্বশেষ বৃহস্পতিবার এ বাড়িটিতেও অগ্নি-সংযোগের ঘটনা ঘটে।এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাঘার ছাতারী এলাকায় আবস্থিত শাহরিয়ার আলমের গ্রার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্রে ভাঙচুর করে।


এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

শেয়ার করুন