দেয়াল ঘেঁষে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন কামাল আহমেদ মজুমদার
মিরপুর মডেল থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখান। এ মামলার শুনানিতে বুকে হাত বেঁধে দেয়াল ঘেঁষে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
এদিন সকালে তাকে কারাগার থেকে আদালতে তোলা হয়। এরপর ১০ টা ২০ মিনিটে দুজন পুলিশ কনস্টেবল তাকে দুই পাশে ধরে কাঠগড়ায় তোলেন। পরে তিনি কাঠগড়ায় পেছনে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ছিলেন। তখন হাবিবুল্লাহ নামের একজন কনস্টেবল তার হাত ধরে রাখেন। তারপর ১০ টা ২৮ মিনিটে তিনি কাঠগড়ার সামনে আসেন। তখন আইনজীবীকে ডেকে কিছুক্ষণ কথা বলেন তিনি। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার দেখানো শেষে দুই পুলিশ কনস্টেবল ফের তাকে ধরে হাজতখানায় নিয়ে যান৷ তখন তিনি বলেন, আমি অনেক অসুস্থ।
এরপর বিচারক তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।