লিটন দাসের লড়াই মূলত টিম সেইফার্টের সঙ্গে। করাচি কিংসের স্কোয়াডে এই দুজনই উইকেটকিপার। কিংসরা চাইলে দুজনকেই আজ মুলতান সুলতানসের বিপক্ষে খেলিয়ে দিতে পারে। তবে টিম কম্বিনেশনের কারণে দুজনের কোনো একজনের বেঞ্চে বসার সম্ভাবনা জোরালো। রাতে টসের পর জানা যাবে, কে থাকছেন একাদশে।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের পিএসএল শুরু করবে করাচি। মুলতানেরও এটি প্রথম ম্যাচ। দুদলের সবশেষ পাঁচ দেখায় যদিও করাচির হাসি মলিন। সুলতানসের কাছে চারবারই তারা হেরেছে। তবে নতুন টুর্নামেন্টে নতুন কিছুর পরিকল্পনায় লিটনদের কিংস। কুড়ি কুড়ির লড়াই শুরু রাত ৯টায়।
সুলতানসের বিপক্ষে ব্যাটিং নির্ভর একাদশ গড়তে পারে করাচি। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসদের পাশাপাশি বিদেশি হিসেবে থাকতে পারেন মোহাম্মদ নবী, পেসার হিসেবে জায়গা পেতে পারেন অ্যাডাম মিলনে। তবে দুই উইকেটকিপার—লিটন ও সেইফার্টের থেকে কেউ একজন একাদশে থাকছেন নিশ্চিত। সর্বোচ্চ চারজন বিদেশি একাদশে রাখতে পারবে যেকোনো দল।
লিটনের চেয়ে অবশ্য সেইফার্টের সুযোগ পাওয়ার সম্ভাবনা আজ বেশি। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সেইফার্ট হতে পারেন কিংসদের সেরা চয়েজ। তবে লিটনও কম যায়নি। ধুঁকতে থাকা লিটন ডিপিএল দিয়ে ফিরেছে রানে। আছেন দারুণ ছন্দে। সবশেষ পাঁচ ম্যাচে আছে দুটি ফিফটি। একটি আছে ৮৩ রানের ইনিংস। তিনটি ক্যাচ ও একটি স্টাম্পিংও আছে। তবে লিটনের খেলা সবগুলো ম্যাচই ঘরোয়া ক্রিকেটে এবং ওয়ানডে ফরম্যাটে।
সেখানে সেইফার্ট ৫ ম্যাচের চারটি খেলেছে টি-টোয়েন্টি। পাকিস্তানের বিপক্ষে কদিন আগে খেলেছেন ৯৭* রানের ক্যামিও। রিজওয়ানদের বিপক্ষে আছে দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস। সবমিলিয়ে তাকে দলে রাখতে বেশি উপযোগী মনে করতে পারেন কিংস ম্যানেজমেন্ট। তবে আশার কথা হচ্ছে, সেইফার্ট সবশেষ কয়েকটি সিরিজে কিপিং করছেন না। পাকিস্তান সিরিজে তার বদলে মিচেল হে সামলেছিলেন উইকেটের পেছনের দায়িত্ব।
আজ মুলতানের বিপক্ষে রাতে করাচির দায়িত্ব কে সামলায়, সেটিই দেখার।