রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত এবং ভিডিও ধারণের অভিযোগের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে নগরের মতিহার থানায় ওই ছাত্রী বাদী হয়ে মামলাটি করেছেন।এ ঘটনায় আটক একজনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।
তিনি বলেন, দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় আটক দুইজনের মধ্যে ভিডিও ধারণকারীকে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যজনের কোনো অপরাধ না থাকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
আটক নাজমুস সাকিবকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি রাজশাহীর বরেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া আটক শাহ মখদুম কলেজের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আল হাসানকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে মামলার এজাহারে ওই ছাত্রী উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দিকে পায়ে হেঁটে যাওয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় নাজমুস সাকিব পেছন থেকে তার ভিডিও করেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের দিকে সাকিব তার জন্য খারাপ উদ্দেশ্যে নিয়ে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে রাস্তার অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী তাকে বিষয়টি অবগত করেন। সিনেট ভবনের সামনে সাকিবের ফোনটি চেক করে জানতে পারেন, তার হেঁটে যাওয়ার পিছন দিকের ১৯ (উনিশ) সেকেন্ডের ভিডিও ধারণ করেছে। ভিডিও ধারণের কারণ জানতে চাইলে সাকিব বলেন- ‘আপনাকে ভালো লেগেছে তাই ভিডিও করেছি।’ সেই সঙ্গে তাকে দেখে বিভিন্ন ধরনের খারাপ অঙ্গভঙ্গি করে।