২১ এপ্রিল ২০২৫, সোমবার, ০৭:৩৬:০৬ অপরাহ্ন
আবারও চোটে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৫
আবারও চোটে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

চোট যেন নেইমারের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফের একবার মাঠ থেকে কার্টে করে বেরিয়ে যেতে দেখা গেল এই ব্রাজিলিয়ান তারকাকে। হতাশায় মুখ ঢেকে রাখলেও চোখের পানি আর ধরে রাখতে পারেননি। ভক্তদের আশঙ্কা আবারও সত্যি হলো—পুরোনো চোট ফিরে এল নেইমারের বাঁ ঊরুতে।


ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলতে নেমে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচেই ঘটে এই দুর্ঘটনা। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় ছিল নেইমারের জন্য বিশেষ একটি দিন। শততম ম্যাচে নামার উপলক্ষে ‘১০০’ লেখা বিশেষ জার্সি পরেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য, ম্যাচের ৩৪তম মিনিটেই তাকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়।

 


চোট পাওয়ার পর মাঠেই বসে পড়েন নেইমার। বাঁ ঊরু চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন। এরপর স্টাফদের সহায়তায় কার্টে করে মাঠ ছাড়েন। এ সময় প্রতিপক্ষ ক্লাব আতলেতিকো মিনেইরোর খেলোয়াড়রাও এগিয়ে এসে সান্ত্বনা দেন তাকে। বেঞ্চে গিয়ে নেইমার পায়ে আইসপ্যাক দেন, কিন্তু মুখভর্তি হতাশা ছিল স্পষ্ট।


গত মাসেই একই চোটের কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। ব্রাগান্তিনোর বিপক্ষে ক্যাম্পেওনাতো পলিস্তায় চোট পাওয়ার পর ফেরেন গত রোববার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে। সেই ফেরাটাও দীর্ঘস্থায়ী হলো না। নতুন করে পাওয়া চোট তাকে আবার ছিটকে দিল মাঠের বাইরে।


চোটের কারণে নেইমারের ক্যারিয়ার এখন কার্যত থমকে গেছে। ছন্দে ফেরার চেষ্টায় মাঠে ফিরলেও একাধিকবার চোটে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন। গত কয়েক বছরে পূর্ণ মৌসুম খেলার রেকর্ড খুঁজতে হলে ফিরতে হয় ২০১৬–১৭ মৌসুমে, যখন তিনি অন্তত ৩৫টি ম্যাচ খেলেছিলেন।


২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে বাঁ হাঁটুর এ সিএল ও মিনিসকাস ইনজুরিতে পড়েন। এরপর থেকেই মাঠে ফেরা ও চোটের মাঝে দোলাচলে কেটেছে তার সময়। আল হিলালের হয়ে খেলতে গিয়ে চোটে পড়ে ১৮ মাসে খেলেছেন মাত্র ৭টি ম্যাচ। পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিল করে ফিরে যান শৈশবের ক্লাব সান্তোসে।


সান্তোসের হয়ে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন নেইমার, কিন্তু পুরো ৯০ মিনিট খেলতে পেরেছেন মাত্র একটিতে। আজকের ম্যাচে মাত্র ৩৪ মিনিট খেলেই আবারও বিদায় নিতে হলো তাকে। তবে ক্লাবটি তাকে ভালোবাসায় জড়িয়ে রেখেছে। সান্তোসের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখা হয়েছে, 'প্রিন্স! পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে।' 


ফিরে আসার পথটা নেইমারের জন্য যে কতটা কঠিন ও বেদনার, আজকের দৃশ্য যেন তারই জ্বলন্ত প্রমাণ।


শেয়ার করুন