০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ০৫:২৯:০৬ পূর্বাহ্ন
রাজশাহী-৫ আসনে জামায়াত প্রার্থী লিটনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৫
রাজশাহী-৫ আসনে জামায়াত প্রার্থী লিটনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ শোডাউনে শত শত মোটরসাইকেল নিয়ে অংশ নেন নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।


শোভাযাত্রাটি দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথসভায় মুহাম্মদ নুরুজ্জামান লিটন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং উন্নয়নমুখী রাজনীতি, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের অংশগ্রহণ ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমি জনগণের ভোটে জনগণের প্রতিনিধি হতে চাই।”


এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও মাওলানা আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমির মাওলানা মনজুর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মনসুরুল হক মন্টু, দুর্গাপুর উপজেলা আমির মাস্টার সাইফুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন।


এছাড়া পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার আমির-সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। স্থানীয় জনসাধারণের মধ্যেও শোভাযাত্রাটি ব্যাপক সাড়া ফেলে।

শেয়ার করুন