বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক সাদেক। বোর্ডের সূত্রমতে, শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির চলমান বোর্ড সভায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে, শুক্রবার (২৩ জানুয়ারি) ফিক্সিংয়ের অভিযোগে গতকাল অডিট বিভাগ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন মোখলেসুর রহমান শামীম।
আজ দুপুর থেকে চলছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সূত্র জানায়, সভা শুরুর পরই পদত্যাগপত্র জমা দিয়েছেন ইশতিয়াক। আপাতত ‘ব্যক্তিগত কারণে’ পদত্যাগের কথা বলা হলেও ঠিক কী কারণে তিনি বিসিবি ছাড়ছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত অক্টোবরে বিসিবির নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত ইশতিয়াক বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন। বোর্ড পরিচালকের পাশাপাশি সেই দায়িত্ব থেকেও অব্যহতি নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টাইগারদের জায়গায় সুযোগ দেয়া হয়েছে স্কটল্যান্ড। দেশের ক্রিকেটের এমন ক্রান্তিলগ্নে বোর্ড পরিচালকদের নিয়েও অনেক বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগেই ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়। সেই রেশ কাটতে না কাটতেই আরেক বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এবার পদত্যাগ করলেন ইশতিয়াক। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতা চলমানই রয়ে গেল।
ইশতিয়াক সাদেক সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়ে পরিচালক নির্বাচিত হন। তিনি এতদিন বিসিবির গেম ডেভলপমেন্ট প্রধানের দায়িত্বে ছিলেন।

