১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:৩৪:৩৪ অপরাহ্ন
বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকটি আগামী সোমবার (৩০ মে) অনুষ্ঠিত  হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আজ শনিবার (২৮ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ভারতের গুয়াহাটিতে সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকটি পরে কোন এক সময় অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর (এস জয়শঙ্কর) সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। এবং অনেক বিষয়ে আলোচনা করেছি। তাই আমরা মনে করি যে আমরা সোমবারের (৩০ মে) বৈঠকটি পিছিয়ে দিতে পারি। ’
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে দুই দিনব্যাপী (২৮-২৯ মে) নদীবিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভ অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানের আয়োজন করেন শিলংভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ও থিংকট্যাংক ‘এশিয়ান কনফ্লুয়েন্স’ । পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভে (নদী সম্মেলন) যোগ দিতে গুয়াহাটি আছেন।

শেয়ার করুন