২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৮:৫১ অপরাহ্ন
ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে অস্ট্রেলিয়া
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২২
ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে অস্ট্রেলিয়া

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সক্ষমতা বাড়াতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে চায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার দেশটির একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর আলজাজিরার।

অ্যান্থনি আলবানিজ বলেন, তার সরকার ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

তিনি এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে বেসামরিক স্থাপনা ও লোকজনের ওপর বর্বর হামলা চালানোয় এ উদ্যোগ নিতে যাচ্ছে ক্যানবেরা।

দেশটির চ্যানেল-৭ টিভিকে বুধবার এ সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।  

শেয়ার করুন