০৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১২:৩০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
এক ভাইকে পিটিয়ে মারল ৩ ভাই!
  • আপডেট করা হয়েছে : ১৯-০১-২০২৩
এক ভাইকে পিটিয়ে মারল ৩ ভাই!

সুনামগঞ্জের তাহিরপুরে নুরুল আমিন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার তিন সহোদর ভাইয়ের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে পৈতৃক ভিটায় নতুন বসতঘর তৈরি কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত নুরুল আমিন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তাহির আলী ছেলে।

নিহতের ছোট ছেলে তরিকুল ইসলাম তয়ন যুগান্তরকে বলেন, উপজেলার শ্রীপুর গ্রামে আমার দাদা তাহির আলী নিজ বসতবাড়িতে দুই স্ত্রীর ছয় ছেলেসন্তান রেখে প্রায় ১৫ বছর আগে মারা যান। মৃত্যুর পর দুই স্ত্রীর সন্তানদের মধ্যে পৈতৃক ভিটার ভাগবাটোয়ারা নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

বৃহস্পতিবার সকালে পৈতৃক ভিটায় পুরনো বসতঘর ভেঙে নতুন বসতঘর তৈরি করতে যান আমার ছোট চাচা শাহ পরান। এর পর আমার আপন তিন চাচা নুরুল হক, শাহ আলম, শাহজাহান তাদের পরিবারের লোকজন নিয়ে ঘর তৈরিতে বাধা দেন।

আমার বাবা ছোট (সৎ ভাই)  চাচা শাহ পরানের পক্ষে ঘর তৈরিতে সহযোগিতা করতে গেলে আমার আপন তিন চাচা ও তাদের পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে আমার বাবাকে বেধড়ক মারধর করে আহত করে। পরে প্রতিবেশীরা আহতাবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন যুগান্তরকে বলেন, ওই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন