২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:১২:৩২ অপরাহ্ন
রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ০২-০৫-২০২৩
রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

 আরএমপি মতিহার থানা পুলিশের অভিযানে রুমি (২২) ও কিউট (২৫) নামের দুই ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১ মে ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কিউট নগরীর চন্দ্রিমা থানার ছোটবোন গ্রাম পূর্বপাড়া এলাকার এহসান উদ্দিন বাদশার ছেলে ও রুমি নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকার মকবুলের ছেলে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন মতিহার থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।

ওসি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আরিফ হোসেন (২৩) গত ২৮ এপ্রিল শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে রাবি শাহমখদুম হলের সামনে সুইমিংপুলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় ছিনতাইকারীরা রাবি ছাত্রের পথ রোধ করে ধারালো চাকু গলায় ঠেকিয়ে তার কাছ থেকে স্বর্ণের চেইন ও নগদ ১৫ হাজার টাকা ছিনতাইকরে পালিয়ে যায়।

ওই দিন সকালে রাবি শিক্ষার্থী আরিফ বাদি হয়ে মতিহার থানায় ছিনতাই মামলা দায়ের করেন। সেই মামলায় সোমবার বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী রুমিকে গ্রেপ্তারকরে মতিহার থানা পুলিশ।

অপরদিকে, একাধিক ছিনতাই মামলার আসামী হাসান মুক্তাদ্দির ওরফে কিউট নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মির্জাপুর পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় অন্যান পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন