২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:১৩:০৬ পূর্বাহ্ন
জলবায়ু পরিবর্তন, বাংলাদেশকে সহায়তা দেবে আইএমএফ
  • আপডেট করা হয়েছে : ১৫-০৭-২০২৩
জলবায়ু পরিবর্তন, বাংলাদেশকে সহায়তা দেবে আইএমএফ

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইএমএফের রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ট্রাস্ট (আরএসটি) তহবিল-সংক্রান্ত বৈঠকে তারা এ কথা জানায়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক বো লি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের কাছে জলবায়ু অভিযোজন কার্যক্রমে অনুদানভিত্তিক অর্থায়ন প্রত্যাশা করে। আইএমএফ থেকে নীতি পরামর্শ এবং সক্ষমতা উন্নয়নবিষয়ক সহায়তা পেয়ে আমরা সন্তুষ্ট।

শেয়ার করুন